কোন এক সুন্দর দিনে
সুন্দর কোন মুহুর্তে যদি
তুমি আমায় বলতে
চলো আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি
কিংবা যদি মায়াবী সুরে বলতে
চলো না অনেক দিন শহর দেখা হয় না
একটু দেখে আসি
আমি কী করে তোমার এই ছোট আবদার টুকু ফেলতে পারি
তুমি হাসি দিয়ে আমার হাত ধরলে
শহরের ফাঁকা ফুটপাত দিয়ে হাঁটা শুরু করলে
কিছু সময় পর পর আমার চোখের দিকে তাকালে
কী যেন মায়া লুকিয়ে আছে তোমার ঐ নয়নে।
ক্লান্ত সময়ে রিক্সার ডাক দিলে
আমার কাঁধে মাথা রেখে কী যেন বললে
শক্ত করে হাত ধরে মনে হয় ভালোবাসি ভালোবাসি বলতে
মিষ্টি সুরে আমার সাথে গান ধরতে
জীবনের গল্পগুলো ফুটিয়ে তুলতে
নতুন স্বপ্নের বর্ণনা দিতে
পাশে থেকে তোমার মাথায় হাত বুলিয়ে দিতাম
তুমি আমায় ভালোবাসতে
আর মিষ্টি সুরে কথা বলে সময় পার করে দিতে।