এক গুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে
দাঁড়িয়েছিলাম তোমার জন্য
ফুলগুলো যেন তোমার জন্যই ফুটেছিল কলি থেকে
কাঁটার আঘাতের রক্তাক্ত হাত নিয়ে দাঁড়াব তোমার সামনে
সব ফুল দিলাম তোমার দিকে বাড়িয়ে
নিশ্চুপ হয়ে থাকবো দাঁড়িয়ে
তখন কি দুহাত বাড়িয়ে
নেবে সেই রক্ত গোলাপ ?
নাকি বলবে ফিরে যাও
তোমার কথা শুধু পাগলের প্রলাপ !!!
তখন কি ফিরিয়ে দিবে আমায়
গোলাপের কাঁটায় মনকে বিদ্ধ করে?
নাকি মুখে নিয়ে একচিলতে হাসি
হাত বাড়িয়ে গোলাপ নিয়ে
বলবে ভালবাসি ভালবাসি.…?
তুমি তো গোলাপের ভাষা বুঝ..
এত গুলো ফুল যেন আন্দোলিত হয়ে স্লোগান তুলে
ভালোবাসি ভালোবাসি হৃদয় দিয়ে আজও