তোমার কী মনে হয়
আমি কী তোমার কাছে বেশি কিছু চাই
তোমার একটু সময়
তোমার একটু সহানুভূতি আন্তরিকতা,ভালোবাসা
আর একটুখানি সময়
আমি তো খুব বেশি নাহি চাই।
তুমি আমাকে বোঝার চেষ্টা কর
তুমি কেন দূরে সরে যাচ্ছ?
তোমার চুপ থাকা আমাকে ভীষণ কষ্ট দেয়
তুমি কী বুঝতে পার?
আমিও তো বুঝি
সবসময় কথা বলা সম্ভব নয়
কিন্তু সম্পূর্ণ এড়িয়ে চলা কী উচিত?
তোমার প্রতি আমার হৃদয়ের ভালোবাসা
এই অবহেলা নাহি সহ্য করিতে পায়।
তোমাকে খুব ভালোবাসি
কেন যেন এই ভালোবাসার মাঝে
একরাশ অভিমান লুকিয়ে আছে
এই অনুভুতি এই আবেগ
কেন তুমি এড়িয়ে যাও?
আমি কী মূল্যহীন?