এমন একটা হাত চাই
যে হাতের বন্ধন কখনও ভেঙে ছিঁড়ে যাবে না।
এমন দুটি চোখ চাই
যে চোখ আমারে ছাড়া আর কাউকে দেখবে না,
যে চোখে শুধু আমারই জন্য ভালোবাসা থাকিবে।
এমন একটা তুমি চাই যে
শুধু মায়া বাঁধন দিয়ে আটকে রাখবে।
এমন একটা তুমি চাই
যেখানে বিশ্বস্ততা থাকবে,
হাতে হাত রেখে পাশে থাকবে,
দুঃসময়ে শক্ত করে ধরে বলবে,
আমি তো আছি তোমারই পাশে।
এমন একটা তুমি চাই যে কিনা
ক্লান্ত সময়ে হাত বাড়িয়ে পানি খাইয়ে দিবে।
এমন একটা মানুষ চাই
যে সুখের ভাগ নিবে
হাসি দিয়ে দুঃখ মুছে দিবে
ভালোবাসার স্বীকৃতি দিবে।
গল্লে গল্পে জীবনের গল্প বলবে
দূরদর্শীতায় দূরদৃষ্টিতে হারিয়ে যাবে।
স্বপ্নের ছবি এঁকে বাস্তবে রূপ দিবে।
এমন মানুষ টা জীবনে আসুক,
যে শুধু আমারই অপেক্ষায় থাকবে।
আমার কথা শোনার জন্য চোখের দিকে তাকিয়ে রবে,
মিষ্টি একটা হাসি দিয়ে ভালোবাসি ভালোবাসি বলবে।
এমন একটা মানুষ চাই
হাতে হাত রেখে চলবে।
ক্লান্ত সময়ে কোলে, কাঁধে, বুকে মাথা রেখে ঘুমাবে
যেখানে সে স্বস্তি শান্তি খুঁজে পাবে।
এমন মানুষটা চাই যে আমার কথা সৃষ্টিকর্তাকে বলবে
তাহার প্রতিটি প্রার্থণায়।
সে মানুষটা আমার হোক
যার মানসিক শান্তি আর সুখে আমাকে খুঁজে পাবে।
ভালোবাসায় পূর্ণ করে দিবে জীবন।
এমন মানুষ সবার জীবনে আসুক
শক্তি সাহস দৃঢ়তা দিয়ে পাশে থাকুক
ভালোবেসে সময় কে রাঙিয়ে তুলুক।