আমি এমন একটা বন্ধু চাই
যে মোরে যাবে না ছেড়ে
কঠিন সময়ে সে থাকবে নিকটে
সুখ দুঃখ সব এক করে ভাগাভাগি করবে।
আমি এমন একটা মানুষ চাই
যে মন খুলে কথা বলবে
সারাদিনের সব কিছু খুলে বলবে,
আড্ডা জমবে, হাসি দিয়ে রাঙিয়ে দিবে সময়।
আমি এমন একটা তুই চাই
যে হৃদয় থেকে ভালোবাসবে মোরে
অভিমান ভাঙাবে দুঃখিত বলে।
শত ঝগড়া আর মান অভিমানে আমায় নিয়ে থাকবে।
আমি এমন একটা মানুষ চাই
যে আমি অবয়ব কে বন্ধু ভাববে
স্বার্থের দুনিয়ায় সে নিঃস্বার্থ হবে
নিঃসঙ্গতা কাটিয়ে আমার পাশে থাকবে।
প্রেষণা দিয়ে এগিয়ে নিবে,
মনের সবটুকু দিয়ে যত্ন করবে।

আমি এমন একটা বন্ধু চাই
যে আমায় বুঝবে
আমায় নিয়ে স্মৃতি জমাবে
আমার অপেক্ষায় সময় কাটাবে