প্রতিটা দিন অস্থিরতা আর নিঃসঙ্গতায়
কাটে এ আমারই জীবন।
আমারই মতো ভীষণ কষ্টে আছে মনে হয় এই ধরণী
একাকিত্ব,অভিমান, অভিযোগ যেন পৃথিবীময়
আবার নেমেছে ভারী ঝড়
আমার মতো আকাশও কাঁদছে
অভিমান কী ধুঁয়ে ফেলা যায়?
কষ্ট কী ভাসিয়ে দেওয়া যায় না বন্যার জলে?
না পাওয়ার অনুভূতি উড়িয়ে দেওয়া যায় না আকাশে?
ভালোবাসা দিয়ে পৃথিবীতে রাঙিয়ে
জীবনের সাথে জীবন
আর মানুষের সাথে মানুষের
ভালোবাসা তৈরি করতে চাই
ধরণীর বুকে ছারখার করিতে চাই
না পাওয়ার যন্ত্রণা
একাকিত্বের বেদনা
ভালোবাসা দিয়ে জয় করিতে চাই
মানুষের হৃদয়খানা।