যদি ভালোবেসো থেকো
৯০ দশকের মতো খামে মোড়ানো
একটা  কাগজে চিঠি দিও।
যদি ঘৃণা করে থাক তার কারণ লিখে
তবুও চিঠি দিও
শুভদিন কিংবা কঠিন দিন তবুও তুমি চিঠি দিও
মনের সব সুখ,দুঃখ,ক্ষোভ এক করে লিখ
এমন ভাবে চিঠি লিখ না,
যাতে পাঠকের হৃদয়ের রক্তক্ষরণের মতো যন্ত্রণা অনুভব হয়।
তুমি তোমার ভাষায় চিঠি লিখ
তোমার মনের মাধুর্য দিয়ে।
যদি ভালোবেসো তবে চিঠি দিও।
ঠিকানা নাহি বলিব
তুমি চেষ্টা করে খুঁজে নিও