যে তোমায় বুঝে
তুমি তারে বুঝ না
বুঝার চেষ্টাও কর না
কেন তুমি বুঝ না?
এত ভালোবাসা এত আন্তরিকতা
এত প্রাণ খুলে কথা বলা
এর মাঝে কী থাকে না ভালোবাসা ?
কেন ভালোবাসো না
কেন তুমি বুঝ না
যে তোমায় বুঝে
তাকে তুমি বুঝ না
কারে তুমি বুঝ?
সে কী তোমায় বুঝে না?
তবে মনে রেখ মোর কথা
যে তোমায় বুঝে
তাকে তুমি বুঝতে চেষ্টা কর
যদি তুমি নাহি বুঝ
তবে প্রশ্ন রেখে গেলাম
নিজেকে কতটুকু বুঝ??