সবাইকে বন্ধু ভেবো না
সবাই তোমার বন্ধু নয়
সবাইকে বন্ধু ভেবে কখনো ভুল করো না
সব মানুষ তোমার ভালো চায় না
তাই সবার সাথে তোমার যায় না
তুমি যাকে বন্ধু মনে করো
চিন্তা করে কখনো দেখেছো কি
সে কি তোমায় বন্ধু ভাবে?
বন্ধুত্ব সম্পর্কটা টিকে থাকে
বিশ্বাস,ভালোবাসা, অনুপ্রেরণায়
তবে তুমি ভেবে দেখ
যাকে তুমি বন্ধু ভাবো
তুমি কত আন্তরিক
সে কেমন অমায়িক?
সবাই তোমার বন্ধু নয়
কেউ আসে সুযোগে
কেউ আসে ব্যবহার করতে
কেউ আসে সময়ের কল্যাণে
দুঃখে তুমি পাবে না তাহাদের
তাই সুখের ভাগ কখনো দিবে না তাহাদের
সবার সাথে মিলে মিশে থেকো
সবাই তোমার বন্ধু নয়
সবাই ভালো বন্ধু হতে পারে না
তবে সবার সাথে মিলেমিশে থেকো।