ভালোবাসা ব্যক্তি স্বাতন্ত্রে সুন্দর
গণতন্ত্র নয়
তুমি আমার মানে আমার
আমি তোমায় ভালোবাসি
শুধুই তোমায় আর কারো নয়
তুমি আমার বন্ধু মানেই আমার
আমি আমার ভালোবাসার ভাগ দিবো না কাউকে
তুমি আমি তে সীমাবদ্ধ থাকিবে
ভালবাসতে দুইয়ের মত লাগে, দশের নয়
ভালোবাসা ব্যক্তিস্বাতন্ত্র্যে সুন্দর গণতন্ত্র নয়
তুমি আমার দিকে তাকাবে
আমি তোমার দিকে
চারদিক দেখার কিছুই নেই
তোমাকে চাওয়ার আছে
তোমাকে বলার আছে
তুমি শুনবে তুমি বলবে
হঠাৎ করে জড়িয়ে ধরে
ভালোবাসি ভালোবাসি বলবে
আমি তোমারেই চাই
আর কাউকে নাহি পায়
তুমি আমার ব্যাক্তিগত চাঁদ
জোৎস্না রাতে কেউ নাহি পায়