আমাকে বেঁধে রাখতে পারবে?
শক্ত করে!
ভালোবাসার বাঁধনে।
আমাকে জড়িয়ে ধরতে পারবে?
মায়ার বাঁধনে।
তুমি যদি আমায় ভালোবাসো
তবে কখনও ছেড়ে যাওয়ার মতো দুঃসাহস হবে না।
তুমি যদি আমায় আটকে রাখ
কেউ নিতে পারবে না
তুমি পারবে তোমার আছে
ভালোবাসার এক কঠিন শক্তি
তুমি চোখের মায়ার জালে আটকে রাখ আমায়
আমি তোমার হৃদয়ে বন্ধী হতে চাই
ভালোবাসা দিয়ে যত্নে রেখ আমায়
থাকব সারাজীবন তোমার মন পিঞ্জিরায়।