আমি তো দেখতে এসেছি
বলতে আসি নাই
আমি তো শুনতে এসেছি
তবুও আমি তোমায় দেখব।
আজ তুমি বলে যাও
আমি শুধু শুনবো,
অপরাধ যদি হয় মোর
তবে ক্ষমা করে দিও
যা হওয়ার হয়েছে
ভালো মন চেয়েছে,
আমি তবুও ভুলি না তোমায়
ভুলে যদি যাও মোরে
করার কিছুই নাই
আমি শুধু ভালোবাসি
শুধুই তোমায়,
আমি তো ভুলিতে আসি নাই
আমি ভালোবাসতে এসেছি,
যদি তোমার ঐ অভিমানী মনে
আজও অভিমান থাকে
তবে আজ ফেলে দাও,
দূর থেকে ভালোবাসি
কাছে আর নাহি আসি।
ভালো থেকো ভালোলাগা
ভালো থেকো ভালোবাসা।
আজ এই মোর বাণী।