আপনার চোখ থেকে আলো এসে
আমার চোখে পড়ে ছিল
তাই যেদিন আপনাকে দেখতে পায়
আপনার ঐ চোখে কি আছে
কি মায়া জড়িয়ে আছে
যে আমি শুধু আপনাকে দেখতে পাই
আপনার প্রতিটা পলক যেন কথা বলে
চোখের যে ভাষা আছে
আপনার দিকে তাকালেই বোঝা যায়
আপনার চোখের ভাষা
আমার মনের কথা বলে
আপনার চোখে আসলেই মায়া আছে
কাজল কালো চোখ আপনার
দেখিতে ভারী মিষ্টি
আপনি একটু তাকাবেন আমার দিকে
আমি মন ভরা আপনাকে একটু দেখি
আপনার ঐ পলকে হারাতে চাই মন
আপনাকে এক নজর দেখার জন্য ব্যাকুল এই মন
আমি আপনার চোখে ভালোবাসার দর্শন দেখি আপনার চোখ মনের কথা কয়
আপনি আরও কিছুক্ষণ থাকবেন
আমি মন ভরে একটু দেখি
আপনার চাহনিতে আটকে গেছে মন
ফেরার রাস্তা আর নেই
আপনি সারা জীবন থেকে যান
আমার সামনে