এত বড় বড় মাফিয়ারা অপরাধ করার পরও
পেয়ে গেল নিঃশর্তে মুক্তি
মানুষ নাকি তাদের ভালোবাসা বিলাচ্ছে।
তোমারে ভালোবাসার কারণে
আমি হইলাম মানবতা বিরোধী অপরাধী
তুমি তো দিলে না মোরে মুক্তি
তোমারে ভালোবাসা কী অপরাধ ছিল?
ভালোবাসার আদালতে নাকি নতুন আইন পাশ করেছ তুমি?
ভালোবাসি ভালোবাসি বললেই হবে তার কঠিন শাস্তি
হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম
তাই তো হৃদয়ে এসে পড়ল তোমার কথার গুলি
রক্ত ঝরে নি, প্রাণ পড়ে নি
ভেঙে গেছে নাকি ভেতরের সবই
বাঁচবে আর কয়দিন সেই মানুষ
মুখরিত ধ্বনিতে শুধু বলে যায়
ভালোবাসি ভালোবাসি আজও
হিসাব মিলিয়ে নিও
আবহাওয়ার অবস্থা নয়তো ভালো❤️