আমি তাকে ঘৃণা করি
যে ভালোবাসার অবহেলা করে
আমি তাকে দুচোখে দেখিতে নাহি পারি
যে কাছের মানুষকে না দেখে
অন্য নর নারীতে তাকায়।
আমি তাকে ঘৃণা করি
যে লোভে পড়ে কাছের মানুষ কে ছেড়ে যায়
ভুল মানুষের হাত ধরে মাঝ পথে লাথি খায়
আমি তাকে এড়িয়ে চলি
যে সব জায়গায় সুবিধা নিতে চাই
স্বার্থের টানে পণ্যের মতো হয়ে যায়
ভালোবাসা নিঃস্ব করে হারিয়ে যায়
আমি তাকে ভয় পায়
যে সবার মাঝে বন্ধুত্ব রাখতে চাই
নিজের কথা অন্যকে বেড়িয়ে বলে বেড়ায়
আমি তাকে ঘৃণা করি
যে ভুলকে ভুল বলতে ভয় পায়
দুচরিত্রের মতো জীবন চালায়।
আমি তাকে নাহি দেখতি চাই।