আমারে বুঝার মতো কেউ নেই
আমি বড় একা
আমি কী চাই,কী আমার প্রয়োজন
কেউ কী একটি বারের মতো জিজ্ঞেস করে নি?
যাদের কে হৃদয় থেকে বাসি অনেক ভালো
তারা কী বুঝে নি?
নিঃসঙ্গতায় কাটে যে নিশিপ্রহর
মনের কথা কেউ শোনে নি
মন খুলে কেউ বলে নি।
ভালোবাসা কী একবারও জন্মে নি হৃদয়ে?
আমি তো ভালোবাসা চেয়েছি।
কেউ তো তা দেয় নি।
আমাকে তো বুঝ নি,
এত ভালোবাসা প্রকাশ করার পরও বুঝতে কেন পার নি
এত খোঁজ নিয়েছি বিরক্তির আবেশ লেগে আছে তোমারই মুখে
খোঁজ না দিলে দুরুত্ব বেড়ে যায় কাকতালীয় রূপে।
আমি এমন পৃথিবী চাই নি
যাকে ভালোবাসি সে কেন বুঝে নি?
একদিন দেখা হলে মন খুলে বল
কেন ভালোবাসো নি?
কেন তুমি আমায় বুঝ নি?
আমি নিঃসঙ্গতায় বেঁচে আছি
তুমি আসবে বলে
ভালোবাসা দিয়ে হৃদয় ভরিয়ে দিবে বলে।