তোমাকে দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়
তাকিয়ে থাকতে ইচ্ছে করে বহু সময়
আমি তোমার চোখে চোখ রেখে কথা বলি
মাঝে মাঝে তোমার ছবিতে তাকিয়ে থাকি
তুমি সবার মতো নয়
তুমি আমার চোখে অপরূপা সুরভী।
তোমার দুই চোখের মাঝে ঐ কালো টিপটা যেন
বিমোহিত করে আমায়
তোমার সাজানো গোছানো চুল
আমার হৃদয় কে করে দেয় ব্যাকুল
তোমাকে দেখলেই যেন মনে হয়
তোমার ঐ সুনিপুণ মিষ্টি হাসিতে
আমি বারবার তোমার প্রেমে পড়ে যায়
সারাক্ষণ যেন তোমার চিন্তায় বিভোর থাকি
ঐ কপালের কালো টিপ
আর শাড়ী কিংবা থ্রী পিস
তোমাকে ফুটিয়ে তুলে সুশ্রী
আমি তোমার খুবই কাছে
হাত বাড়ালেই আমাকে তোমার পাশে পাবে
আমি তোমার প্রেমে পড়ে যায়
তোমায় ভালোবাসতে চাই
তোমার কোলে মাথা রেখে
তোমায় দেখতে চাই
আমি তোমার কালো টিপের মতো
তোমার হয়ে থাকতে চাই
তোমার ঐ নয়নের মাঝে আর হৃদয়ে
ভালো কী তুমি বাসবে আমায়?