তোমার আমার দুরুত্ব খুবই কম
মনের দুরুত্ব হয়তো একটু বেশি
কিন্তু আমি তোমায় বুঝি
আমি তোমায় বুঝতে চেষ্টা করি
তুমি তো আমার মতো নয়
আমাকে একটু যদি বুঝতে
তবেই তুমি হাতটা বাড়িয়ে দিতে।
অভিযোগ নয় অভিযোগ নয়
হৃদয় খুলে একটু দেখতে বলেছি
চোখের নজরটা আমায় দিতে বলেছি
আমি তোমায় দেখি প্রতিদিন
না দেখেও স্মরণে,তুমি স্বপ্নে আসো
কারণ তুমি যে আমার প্রিয়।
আমি বড়ই একা
যদি তুমি বন্ধুর মতো বলতে
কে বলছে তুমি একা
আমি কী তোমার কেউ নয়?
আমি যে তোমার খুবই কাছেরই একজন
মন খুলে বল তুমি কথা
আমি শুনিব তোমার মনের কথা।
তুমি হাসি দিয়ে মুছিবে সব একাকিত্বের ব্যাথা
আমি ভালেবাসি বলে পাশে থাকিব
তোমার আমার দুরুত্ব আর বেশি নাহি হতে দিব
সত্যিই হাত বাড়ালেই আমাকে পাবে
আমি যে তোমার কাছের কেউ
আমারও তো তোমার প্রয়োজন
তুমি  আমার সাথে থেকে যাও সারাজীবন
পাশে থেকে হাত হাত রেখে
ভলোবাসিব দুজন।
আমাদের দুরুত্ব এখন থেকে নিঃশেষ
তুমি ডাকিলে ফিরে পাবে আমায়
আমি সাড়া দিব তোমায়
ভালোবাসা তোমার অপেক্ষায়
তুমি একবার মন খুলে তাকাও
হাতটা বাড়িয়ে দাও
আমায় একটু বুঝতে এসো।
আমি যে তোমার কাছেরই একজন।