তুমি আছো প্রতিটা শ্বাসে, প্রতিটা হাওয়ায়,তোমার কোলে ছিল জীবনের প্রথম বাঁচার আওয়াজ।তোমার হাতের স্পর্শে গড়ে উঠেছিল প্রথম স্বপ্নের বাড়ি,তোমার চোখের আলোয় পথ দেখেছি অবিরাম।
তুমি সুর দিয়েছো আমার জীবনের প্রতিটি সুরে,তোমার নীরবতায় লুকানো ছিল হাজার কথার সমুদ্র।যখন বেদনায় ডুবে ছিল মন, তুমি ছিলে শান্তির বৃষ্টি,তোমার কোলে লুকিয়ে ছিল সব কষ্টের সান্ত্বনা।
জীবনের প্রতিটি ধাপে তুমি দিলে সাহসের হাত,তুমি ছাড়া আমি কে ছিলাম? কে আছি? কে হবো?তোমার ভালোবাসায় গড়া এই পৃথিবী আমার,তুমি আছো মনের গভীরে, সারাজীবন, প্রতিটা ক্ষণ।
তুমি যে পূর্ণ ভালোবাসার ধারা,তোমার ছায়া ছাড়া বাঁচতে পারবো না, মা।