বাবার কাঁধে চড়ে, আমি একদিন দেখেছিলাম আকাশ,
সেই আকাশে স্বপ্ন বুনেছে আমার ছোট্ট চোখের ভাষা।
বাবা বলতো, "তুই পারবি, তোকে দেবে না কেউ হার,"
আমি জানতাম, বাবার শক্তি আমার পাশে প্রহরী পাহার।
বাবার চোখে দেখিনি কোনো কাঁদা রাতের জল,
নিজের সব দুঃখ ঢেকে বাবা থাকতো সবল।
আমার ছোট্ট হাসিতে বাবার মুখে হাসির আলো,
জীবনের প্রতিটি পথেই যেন বাবার মুখটাই ভালো।
বাবা, তোমার ছায়া আজও মেলে আমার পথের দিশা,
তোমার সেই হাত ধরেই পেরোই শত ঝড়-বৃষ্টি ও নিসা।
তুমি যে আমার বটবৃক্ষ, তুমি যে আমার আশ্রয়,
তোমার ছায়ায় দিন কাটাতে মন তো এখনো চায়।
তোমার অসীম ভালোবাসায় আমি বড় হয়েছি ধীরে,
তোমার স্বপ্ন আমার চোখে আজও মিশে থাকে নীরবে।