মুখেতে টোপা
বাহিরে রূপা রোদ-
গরমে ঘামছি
কষ্টটা মানছি
সময়ের প্রয়োজন।
টোপাটা ভিজছে ঘামে
ভাবছো আছি আরামে বুঁদ-
জাগে কষ্ট রূপ রেখা
কিছু তার পাই দেখা
মিছিলে মৃত্যু সমন।
টোপাটা খোলো না
ঢুকে যাবে ক’ণা অনায়াসে-
কে মানে কাহার কথা
যুবদের ফূর্তি গাঁথা
ঘুরে অলি-গলি-আনাচে-কানাচে।
ঘরছে তারা মনের সুখে
টোনাটা মুখে নয় বুকে রেখেই অসীম সাহসে-
সে বাহাদুর নওজোয়ান
বেরুছে সেই কোন বিহান
সেই খবর নেই কারো কাছে ।
তারা একদল ছন্নছাড়া
ঘুরে নিয়মের টোপা ছাড়া ভীষণ রঙিন-
বাবুরা কী বোবা
চিৎ হয়ে শোবা
তখনই বুঝবে কেমন লাগে ।
টোপাটা মুখে যাহার
পারেই না খেতে আর আবাদী জমিন-
ফসলের মাঠ
হাঁটা পথ ঘাট
অচেনা নতুন রূপে জাগে ।।