মানুষগুলো পাল্টে যাচ্ছে ক্রমাগত-
পাল্টে যাচ্ছে মেদবহুল নদী,
পাল্টে যাচ্ছে কুমারী কুয়াশা,
পাল্টে যাচ্ছে পোয়াতি দেশ
তবে তুমি আছো বেশ
মোহতিমিরে-
আমার হৃদয়ের মগজে জুয়াড়ি জোছনায়-
অক্ষদেবী মাঘী পূর্ণিমা রাতে উড়ায় বুদ্ধের ফানুস।
আমি ডুবে যাই, হারিয়ে যাই ক্রমাগত-
ব্যবিলন হতে কুজকো নগরে,
ধ্রুবলোক হতে লালভক্ষে,
নীলিমা হতে নিবিড় তিমিরে।
আমি ক্লান্ত-
হৃদয় মগজে জুয়াড়ি জোছনা-
ফুটপাতে হাঁটে তিলোত্তমা উর্বশী
মিছিলের মশালে পুড়ে পতঙ্গরাজ
রাজপথে ভাসে জুয়াড়ি জোছনা।