-এই কে? কে রে হারামি তুই?
-আমি করোনা, আমিই মৃত্যু সুঁই ।
-তুই মীরজাফর, তুই নিষ্ঠুর।
-আমি অতি ক্ষুদ্র কিন্তু আমি মৃত্যুখোর--
-তুই আর কতো জীবন নিবি কেড়ে ওরে চতুরচোর?
তোর ভয়ে আমরা এখন থাকবো না ঘরে
-সব মানুষ এক হলে আমি হইতো যাবো মরে।
-তুই বন্ধ কর তোর বাকওয়াছ-বকবকানি
ওরে হেঙ্কিপেঙ্কি, চলে যা তুই দুরদুরানি।
-আমি চলে যাবো, নিয়ে যাবো আরও কিছু মানুষের প্রাণ--
-ভৈরব মাগী, থাম করোনা, আরও চাস মৃত্যুর ঘ্রাণ?
খামুশ!ওরে পাজি, এইবার বিদায় হয়
-তোমরা মানবিক হলে, আমার হবে পরাজয় ।  
--------------------------২৫/০৫/২০২০
বিঃদ্রঃ কবিতাটিতে বিভিন্ন ভাষার গালি ব্যবহৃত হয়েছে ।