এক
সুরু-ঢালু পথ
চিকন সুরু সুগন্ধি চাল
ক্ষেত ভরা ধান
আম গাছে পান
দক্ষিণের মাঠে সুরু পথে আল-

দুই
এখন সময় ঘোড়া
বড়ই বেয়াড়া
ফসলের গোলা হয়ে গেছে ফাঁকা
মরছে শহর
চারদিকে খাঁখাঁ

তিন
প্রকৃতি বেজার
গ্রামের রাজার
মুখোমুখি দেখা
দূরে দূরে বসা-
টোল পোড়া গালে
নৌকা চলে পালে
মৃত্যুর নিশিতে কবরের গন্ধ
তালগোল মহাশয় নেই কোন ছন্ধ

চার
একদল সড়কে বেগানা পথে
ছুটে দিন রাত
ঘামের আঁতর গরমে শুকায়
পায় জমের অভিসম্পাত

পাঁচ
ওনারা সাহেব
থাকেন কাঁচের ঘরে
সিঁধ কাটা চোরে
তাদের মন নিয়েছে কেড়ে ।