তুমি চলে যাও, তুমি হারিয়ে যাও-
গহীন অরণ্য অবসানে, শাড়ি পরা আসমানে
বেদনা বিধূর অবসরে, যাদু ভরা ধর্মঘরে
মানব সৃষ্টির ইতিহাসে, আদি সভ্যতার পূর্বাভাসে-
তুমি চলে যাও, তুমি হারিয়ে যাও
মেহেরগড়ের সিন্ধু নদে, উজ্জয়িনীর অবন্তী হৃদে
বুদ্ধ অস্থির কৌটা কুহরে, ব্রাহ্মীলিপির আদিম স্বরে
ইনকা রাজ্যের কুজকো নগরে, শস্যভরা ঘরে ঘরেঃ
তুমি চলে যাও, তমি হারিয়ে যাও-
টাইবার নদের সপ্ত নগরে, ল্যাটিন ভাষার ক্যালেন্ডারে
হান জাতির মহাপ্রাচীরে, আগুন খেকো ড্রাগন পাড়ে
ব্যাবিলনে শূন্য উদ্যানে, মায়া সভ্যতার কৃষি উত্থানেঃ
তুমি চলে যাও, তমি হারিয়ে যাও
মুছে ফেলো প্রাচীন পৃথিবীর বৃদ্ধ সীমানা চিহ্ন
রিফুকরা ইতিহাস পড়ে থাক নির্জনে উদ্ভিন্ন ।