কতবার ভেবেছি এই অগুণিত সময় পেরিয়ে
একবার চলে যাব কোন এক মিথ দেশে-
যেখানে মানুষ দাঁড়ায় মানুষেরই পাশে
যেখানে মানুষ থাকেনা লোভের ছদ্মবেশে ।

ফুল পাখি প্রজাপতি আজ চলে গেছে সেই মিথ দেশে
বৃক্ষ-তরু-লতা মিতালি করেছে নরোম নদীর সাথে
বনের সাথে চলেছে বনের প্রাণী মনের সুখে
সূর্যের সাথে চলেছে চাঁদ, দিন চলেছে রাতের বুকে ।

অগুণিত মানুষ শুধু পড়ে আছে আজ, মিথ্যার জালে-
লেবাস পরেছে ধর্মের নামে, মত্ত আছে ঘৃন্যকামে-
ক্ষমতা ক্ষুধা লোভে ভরা বৃত্ত মাঝে, আছে তারা কৌশলে
অগুণিত সময় তাই ধেয়ে আসছে এই পৃথিবী পানে ।

আমি চলে যাব, আমরা চলে যাব সুবর্ণ মিথ দেশে
তুমিও কি যাবে আমাদের সাথে মনোরম বেশে ।
-------------------------(০৭/০৪/২০২০)