আমফান তুমি করালগ্রাসী রূপে এসো না আমাদের
তীরে, এখানে করোনা বিমারি মানুষকে রেখেছে ঘিরে
পৃথিবীর কোটি মানুষ বন্দী হয়ে আছে আপন নীড়ে
আদিতে সমুদ্রে ছিলে-তোমাদের ঘের ইরাবান বেড়।
হে করোনা হে আমফান হে গন্ধবতীর বিচিত্র শের
আমাদের সাথে তো’দের শত্রুতা নেই; তবে কেন শিরে
মৃত্যুর মতো যম মানুষেরে হারিয়ে খেতে চাস চিরে-
মানুষেরে করছো তাড়া, দেখাচ্ছো তারেই সীমানা জের।
যে মানুষ স্রষ্টার আদরের সন্তান, তাদের কে মেরে
তোমরা জয়ী হবে পৃথিবীর কোন ইতিহাস তা বলে
তোমরা জরা-ব্যাধি-ঝড়-শঙ্কা মানুষেরে করছো তাড়া
তা’বলে পৃথিবীর মানুষ কখনো হবে না স্বপ্ন-হারা-
তোমাদের মতো করোনা-আমফান এসেছে কতো ছলে
মানুষ লড়েছে পৃথিবীর বুকে যায়নি কখনো হেরে।
-----------------------------(১৯/০৫/২০২০)