আমি আর ফিরবো না, নুরানী-এই বিরাবান দিয়াড়া দ্বীপে
কষ্টের কোলাহলে অষ্ঠীলা পাথরে থমকে আছে গুচ্ছ গুচ্ছ
বেলাতিগ ঊষর জীবন; নিমুগ্ন ছিলে বরণডালা সিপে
যজ্ঞবেদী লুণ্ঠন করে ঔর্ব থেকে এনেছিলে ময়ূর পুচ্ছ-
আমাকে ভালোবেসে কোনো রোহিণী থেকে ছুটে আসোনি, নুরানী-
আমিও ভাবিনি কখন শ্রাবণ সন্ধ্যায় কতো বনানী পাড়ি
দিয়ে তুমি এসেছিলে দীপচন্দী তালে-এই বিষন্ন খোয়ারি
মনে, ঈশানী কোণে গোপনে তুমি জেগেছিলে শারদ শর্বাণী
রূপে মায়া ভরা সংসারে, মায়ার আগুনে তুমি জ্বলে জ্বলে
একদিন নিঃশেষ হলে, অস্থি ভস্ম জ্বেলে পেলে অমৃত প্রাণ
শোক সন্তাপে মৃতপ্রায় পৃথিবীকে দিলে জীবনের সন্ধানঃ
আমি তখন চৈত্ররথে বসে মিশে যাই অন্তহীন অনলে-
পৃথিবীর ভালোবাসা মায়া ছেড়ে উড়িয়ে দেই চাঁদোয়া শাণী
আমি আর ফিরবো না, নুরানী- আমাকে ডাকছে দুরদুরানি ।