উৎসুক
সাইফুল ইসলাম সাঈফ
লাল ফুলে তোমায় দেখতে পাই
হলুদ ফুলে তোমায় দেখতে পাই
নীল ফুলে তোমায় দেখতে পাই
বেগুনি ফুলে তোমায় দেখতে পাই
প্রতিটি ফুল তোমার রূপের মত
সাদা ফুলগুলো সুবাস ছড়ায় যত।
ঘ্রাণে আমি বিমোহিত হয়ে যাই
তোমার ছোঁয়া পেতে উদগ্রীব তাই।
তুমি উৎসুক হলে প্রাণবন্ত হই
ভালোবাসা ছাড়া বিষাদময় দিনে রই।
আমি আসতে চাই তোমার কাছে
কারণ তুমি ব্যতীত সব মিছে।
তরঙ্গ থাকে না, বিহীন ছন্দ
তোমার সাড়াতে মিলে মনে আনন্দ।
যন্ত্রণা এত কারণ নেই অনুরাগ
সেরা ফুল তুমি, তুমি গুলবাগ।
তুমি আমার সুখের দোলা ফুল
তোমায় পেতে হয়েছি নিজে ব্যাকুল।
নিঃসঙ্গে থাকে না, হাসি-খুশি
এসো জুটি হই, বলো ভালোবাসি।
তছনছ হয়ে গেছে তুমি ছাড়া
দাও না! দাও তুমি সাড়া।
উত্তরা, ঢাকা।
০২.১২.২০২৪