উদিত সূর্য
সাইফুল ইসলাম সাঈফ
ভেবেছি তুমি আমার উদিত সূর্য
তোমার দেখা পেয়ে হয়েছি আশ্চর্য।
তোমার প্রতিক্রিয়া হৃদয়ে নাড়া দিত।
যা আমার আনন্দ, হতাম আপ্লুত!
আমার আগ্রহ আর তোমার অনাগ্রহ
তুমি চিন্তায়, ভাবনায় থাকো প্রত্যহ।
আমি হতে চাই তোমাতে প্রকাশিত
তুমি আমায় কর খুশি, উচ্ছ্বসিত!
তুমি দিচ্ছো না আর সাড়া
বেঁচে আছি আমি তুমি ছাড়া।
বিজয় উল্লাসের রেশ স্বল্প থাকে
তুমি স্বপ্ন, কল্পনা কর কাকে?
সাদাসিধা চলতে যা লাগে দিবো
হেঁটে তোমার হাত ধরে ঘুরবো।
মিথ্যে বিশাল প্রতিশ্রুতি দিবো না
যেটার কারণ হবে চিত্তে যন্ত্রণা!
অযথা একলা থেকো না বিষণ্ণ
তুমি হয়ে থাকবে আমার অনন্য।
কত যে দামি তুমি জানো
ছাড়বো না তোমায় প্রিয় কখনো।
উত্তরা, ঢাকা।
০১.০১.২০২৫