সুন্দর রূপ
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দর রূপ খানা দেখলাম না
মুশকিলে পড়লো আমার দিল খানা।
দেখার জন্য সৌন্দর্য করি কল্পনা
একা ভেবে আঁকি অসংখ্য আল্পনা।
সিদ্ধন্তহীনতায় ভুগছি যদি বলি ভালোবাসি
সাড়া দিয়ে উঠবে, দিবে হাসি?
তুমি যতোই সুন্দরী হও না!
সবার কাছে পছন্দ, চমৎকার না।
কিন্তু একজনের কাছে বিশেষ মনোহর
অনেক সময় নষ্ট, হই পরস্পর।
আমি করেছি চিত্ত দিয়ে সনাক্ত
একলা উড়ো না, হও যুক্ত।
এসো পাখির মতো হই যুটি
একটি ঘর যেটার পাঁচ খুঁটি।
সিদ্ধান্ত নিতে হবে সময় অল্প
জানা আছে কি শ্রেষ্ঠ গল্প?
সুখ আছে, আছে হাসি-খুশি
সুবাসিত হৃদয়, পড়ি বাণী ঐশী।
তোমার শালীন সাজ ভালো লাগে
নিশ্চয় থাকবে তুমি ফুল বাগে।
উত্তরা, ঢাকা।
২৬.০১.২০২৫