সুবাসিত রেশ
সাইফুল ইসলাম সাঈফ
উদাস চেয়ে আছে ভালোবাসা জন্য
মুছে যাক দুঃখ দোয়া সেজন্য।
কাছের মানুষের ছোঁয়ায় হবে রত্ন
তুমি ঠিক, আমার কাছে স্বপ্ন!
একলা থাকা মানে হলো বিষণ্ণ
চাষের জমিতে করতে হয় উৎপন্ন।
তুমি যদি অভয় দাও, আগ্রহ
তোমার হাত ধরে ঘুরব গ্রহ।
অনুরাগে অভাবে হয়ে যাচ্ছি বিপন্ন
কিছু ভালো লাগে না, মনঃক্ষুণ্ণ!
তফাত থাকে কিছু না কিছুতে
ভীষণ কষ্টে যায় সময় রাতে।
সবকিছুতে কী আর হয় উপযুক্ত
এসো একসাথে উড়ি আকাশে মুক্ত।
উন্নত হওয়ার জন্য যা প্রয়োজন
সবকিছুর তোমার জন্য করব আয়োজন।
বিজয়ী তো হতে চাও জীবনে
রাণী করে রাখব, মুহূর্তে মনে।
অভাবে অভাবে গেলো সোনালি দিন
ফিরিযে আনতে পারো তুমি সুদিন।
প্রেয়সী জন্যে করেছি দীর্ঘ অপেক্ষা
বিপথে যাইনি আল্লাহ করেছে রক্ষা।
তোমার চাওয়া কী সংযত পুরুষ
যার আছে চমৎকার সমুন্নত হুশ।
তোমাকে রাখব সব প্রচেষ্টায় বেশ
যে প্রেমের থাকবে সুবাসিত রেশ।
উত্তরা, ঢাকা।
৩১.১১.২০২৪