সওয়াবের আশায়
সাইফুল ইসলাম সাঈফ

একদিন দিন মা, সওয়াবের আশায়
একটি কুরআন শরীফ দিয়ে আমায়
পাঠালো দিতে মাদরাসায়
আমিও দিয়ে আসি, মগ্ন হই হতাশায়।
এই দেশে জন্ম আমার
কেউ দিলো না শ্রেষ্ঠ গ্রন্থ উপহার।
আমার মা, ভাই-বোনও দিলো না
বাবা মৃত, সে কেমন হতো জানি না।
এখনো আরবি পড়তে পারি না
আল্লাহর বাণী প্রায় রইলো অজানা।
বহু চেষ্টা করেও আমি অজ্ঞ
প্রবল ইচ্ছে হতে বিজ্ঞ।
কিন্ত তা হতে চেয়েও বড় ভুল
কারণ আমার নাই বিত্তের মূল।
কী হবে এ সব বই পড়ে
সংগ্রহে থাকা সব দিলাম বিক্রয় করে।
মনের খোরাক অবশিষ্ট নাই
তাই আমি বিষাদে ডুবে যাই।
পুরস্কারের আশায় কুরআন পড়তে হয়
জানে না মা, কিন্তু হৃদয়ে ভয়!

উত্তরা, ঢাকা।
৩০.১১.২০২৪