সরষে ফুল
সাইফুল ইসলাম সাঈফ

সরষে ফুলের মত সুন্দর লাগে
কেমন প্রতিক্রিয়া করো তুমি রাগে?
কেনো তুমি জড়াও না প্রেমে
খেসারত দিচ্ছি স্বীয় অনেক দামে।
হবে কি আমার প্রিয়জন অর্ধাঙ্গিনী
আদৌ হয়নি কেউ  শয্যা সঙ্গিনী।
অশালীন দৃশ্যগুলো শেষ করে দিচ্ছে
ক্ষতির মধ্যে মানুষ, কতক হারাচ্ছে!
তোমার জীবন বৃত্তান্ত জানার আগ্রহ
তোমায় দেখতে চায় মন প্রত্যহ।
আমি চাই, তুমি চাইলে এসো
আর আমায় বৈধ ভাবে ভালোবাসো!
ইশারা পেয়েছি অনৈতিক সম্পর্কের কত
বুঝেও থেকেছি চুপ, হয়নি নত।
অসহ্য ভাবে যায় ভেবে সময়
করে দাও না! সুখময়, প্রেমময়!
তুমি না এলে, নগ্নরা আসে
যা দুর্গন্ধ ছড়ায় চিত্তের বাতাসে।
শান্ত করে দাও, অশান্ত হৃদয়
নিশ্চই আছে আমার মৃত্যুর ভয়!
নজির করে রাখো সোনালি কাবিন
উজ্জ্বল হোক তোমার জেরিন দিন।

উত্তরা, ঢাকা।
২২.০২.২০২৫