সিডর
সাইফুল ইসলাম সাঈফ
সিডর এর পরের সময়
এলাকার কিছু বড় ভাই
দুর্গত মানুষের পাশে দাঁড়ানো জন্য
তাই সংগঠিত করে অনেক যুবককে।
দলে দলে ডেকে ডেকে
সাড়া দেয় এলাকাবাসী একে একে।
কেউ দেয় টাকা, কেউ দেয় পুরানো কাপড়
জোগাড় হতে থাকে প্রচুর।
আমিও ছিলাম তাদের সাথে
শীতের রাতে পথে পথে।
প্রথম ত্রাণ দিতে যাই তিনজনে
আমি, মুন ভাই আর জাহিদ ভাই।
পৌঁছে গেলাম পিরোজপুর
পুরানো কাপড় আর চিড়া গুড়।
সারাদিন ত্রাণ দিতে ছিলাম ব্যস্ত
হাঠৎ রাতে চারদিকে চিৎকার
কারণ জোয়ারের পানি বাড়ছে
তাই দেখে পেলো ভয়, আমরাও পেলাম।
রাতে ঘুম আর এলো না
সকলে উঠে দিলাম রওনা।
উত্তরা, ঢাকা।
০৪.০১.২০২৫