সাদা জবা
সাইফুল ইসলাম সাঈফ

তোমায় দেখতে লাগে সাদা জবা
তোমার মাঝে খুঁজে পেয়েছি আভা।
পলকে চমকিত, কী সুন্দর অলক
উদগ্রীব দেখতে তোমার চেহারার ঝলক!
রমণী সৌন্দর্য দেখার জন্য আকুলতা
বাড়ছে নিত্যদিন নিষিদ্ধ রতির প্রবণতা!
চুপ করে থাকা তাও জটিল
মন্দের মাঝেও আছে স্বপ্নময় দিল।
সামর্থ হলো না আমার আজও
চলছে জীবন না এত সহজও।
সাজানো গোছানো চমৎকার সব কল্পনা
কোনোভাবে এখনো পূর্ণতা পেলো না।
তোমারে সাধি এসো আমার ঘরে
তোমার জন্য খুব পরান পড়ে।
পরিপূর্ণ যুবতী আমার ভীষণ পছন্দ
আকর্ষণ করে, মনের দোলা, ছন্দ!
পরিপক্ক তুমি থেকো না একা
সবকিছুতে লাগে কেবল চিত্ত ফাঁকা।
নির্জনে অন্তঃপুরে তোমায় চাই একান্তে
সুন্দর তুমি, সুন্দর তুমি অনন্তে।

উত্তরা, ঢাকা।
১৭.০১.২০২৫