পরশে
সাইফুল ইসলাম সাঈফ

প্রেম না হয়ে এখন কাঁদি
আবার হলো না সম্পদ-শাদি।
জ্বালা সকল বিষয়ে প্রিয় আছে
সোনালি সময় হারালে সব মিছে।
হাতে ধরা তোমার হলুদ ফুল
তুমি আমাকে করেছো একেবারে ব্যাকুল।
কী ভাবনায়, খেয়ালে খেয়ালে কে
জীবন চলে রঙিন ছবি এঁকে।
ডাকলে চলে আসবো তোমার পাশে
সজীব হয়ে উঠবো তোমার পরশে।
তোমার মুচকি হাসি আমার খুশি
যে প্রেম হবে না বাসি।
এসো সখি এতো হৃদয়ে যাতনা
শেষ হয় না, তুমি কামনা।
অযথা দুখে দিন যায় চলে
যদি হৃদয় ক্ষণে ক্ষণে উচ্ছলে
বলো আমার সাথে নিভৃতে কথা
দূর হবে, দূর হবে ব্যথা!
আমার মনের জগত জুড়ে তুমি
উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার ঊর্মি।

উত্তরা, ঢাকা।
২৯.০১.২০২৫