পছন্দসই
সাইফুল ইসলাম সাঈফ
মনের মতো সব মানানসই হয়?
কিছু বিষয়ে ছাড় দিতে হয়।
তুমি তো আমার কাছে পছন্দসই
ভালো লাগা লেখা-পড়া বই।
দেখো আমার হৃদয়ে তোমার ছবি
তুমি-আমি দুজনে দুখের কবি।
উভয়ে মিলেমিশে হবো আলোকিত রবি
যা সৃষ্টি আমার, দেব সবি।
তোমার সাথে কত আমার মিল
তোমায় আমি কত করি ফিল।
তুমি প্রকাশক আর উত্তম সম্পাদক
প্রকাশিত ও সম্পাদিত হবো শখ।
তোমায় নিয়ে খেতে যাবো চটপটি
তোমায় উপহার দিব ফুল শটি।
তোমাকে বিজয়ী, সুখি করা জন্য-
প্রেরণা দিয়ে উজ্জীবিত করব অনন্য।
আমার সাথে জীবন যাপন অনারম্বর
কিন্তু চিত্ত হবে মত আম্বর।
কতরকম দেখেছি রমণীর চমকিত আঁচ
কতরকম দেখেছি সুন্দরীর প্রলুব্ধ ছাঁচ।
বুঝলেও, না বুঝলেও দেইনি সাড়া
তাই তো ব্যতিক্রম, উত্তম, সেরা।
নষ্টের সাথে তাল মিলানো অসম্ভব
তাই তো আমি হারিয়েছি সব।
সঙ্গের জন্য মনমরা হয়ে থাকি
ভালো সঙ্গিণী মনে স্বপ্ন আঁকি।
যে হবে চঞ্চল, চালাক চতুর
যাকে পেলে হবো না ফতুর।
হবে কি আমার হে তরুণী
হবে কি আমার ঘরের রাণী?
উত্তরা, ঢাকা।
১৬.০১.২০২৫