নজরে পড়ে
সাইফুল ইসলাম সাঈফ

যেহেতু দৃষ্টি আছে নজরে পড়ে
এখনো বিরত, ভেবে হৃদয় মরে!
একা থেকে পেরেছি থাকতে সংযত
অর্ধাঙ্গিনী থাকলে হতো না ক্ষত!
কামনা থাকবে, কারণ স্বীয় পুরুষ
চলতে হয় রেখে ভয়, হুশ!
নগ্ন ইঙ্গিত নিত্য চোখে পড়ে
হারাই না, পছন্দ না, ওরে।
যৌন দোষ হয়নি প্রকাশ প্রকাশ্যে
সেজন্য উপহাস শুনতে হয়, রহস্যে!
তুমি কি আকর্ষিত হও না
তুমি কি কামনা করো না?
তোমার কি ভালো লাগা নেই
তোমার কি যৌন চাহিদা নেই?
তুমি কি বীর্ষহীন পুরুষ খোঁজো
তুমি কি মিথ্যের করো পুজো?
আল্লাহ অন্তর্যামী, সকল খবর রাখে
কেমন প্রতিক্রিয়া করি সুখে-দুখে।
ঢালাওভাবে কোনো কথা বলো না
এভাবে বললে বাড়ে হৃদে যাতনা!

উত্তরা, ঢাকা।
০৭.০২.২০২৫