মূল্যহীন
সাইফুল ইসলাম সাঈফ

পৃথিবীতে মূল্যহীন কিছুই নাই
আপনার কাছে যেটা কিছু
আরেক জনের কাছে কিছুই না
সবার কল্পনা একরকম না।
আপনি যেটা সহজে করতে পারেন
অন্য জনে সেটা পারে না।
আবার কেউ অনেক কিছু পারে
কেউ আবার হতাশায় মরে।
যে ময়লা আপনি ছুড়ে ফেলেছেন
তা দিয়ে কেউ প্রচুর আয় করে।
সুবাস সবাইকে মুগ্ধ করে
তবে একরকম সুগন্ধী না।
সুগন্ধ ভিন্ন ভিন্ন হয়
দুর্গন্ধে দম নিতে কষ্ট হয়।
এই কটুগন্ধে কত প্রাণির খাবার
মজা করে, করে সাবার।
সকলে বুঝ একরকম না
আপনি যা সহজে বুঝেন
অনেকে তা বুঝে না।
কত কত নজির আছে জগতে
ঘুম কিন্তু ভাঙে প্রভাতে।
মাঝে মাঝে ভিন্ন রকমও ঘটে
সব ফুল সুন্দর, কিছু পথে-ঘাটে
কোনো ফুল ভোরে অথবা রাতে ফোটে।
তুচ্ছ করো না কোনো কিছু
ছুটো সবসময় সত্যের পিছু।

উত্তরা, ঢাকা।
০৫.০১.২০২৫