ঝলকানি
সাইফুল ইসলাম সাঈফ

কোন ফুল দেখে হও বিহ্বল
কোন সুবাসে তুমি হও উচল?
কোন রঙে তুমি হও রাঙা
কী কারণে হৃদয় হয় চাঙা?
খেয়াল করেছো কী কামরাঙা ফুল?
কতো সুন্দর দেখতে যেমন নাকফুল।
পৃথক করা যায় বাতাসে ঘ্রাণ
দীর্ঘশ্বাসে সজীব হয়ে উঠে প্রাণ।
কেমন চোখে তুমি দেখো বিস্ময়
কী করলে তোমার হবে জয়।
ডালে ডালে পাখির মতো রইবো
সকালে উঠে প্রার্থনা উভয়ে করবো।
তোমার আমি খুশির কারণ হবো
শ্রেষ্ঠ গ্রন্থ তোমায় উপহার দেবো।
তোমার চোখের ঝলকানি রশ্মি দেখে
আত্মহারা; চিত্তে তোমার ছবি রেখে
হয়ে উঠেছি উদগ্রীব, তোমায় পেতে
শান্ত করো তুমি আমায় রাতে।
তুমি আমার কাঙ্ক্ষিত চিহ্নিত রূপ
সাড়া দাও, থেকো না নিশ্চুপ।
রাজি হয়ে যাও স্নিগ্ধ অপরূপ
দেখা দাও, স্বপ্নে দেখা অনুরূপ।

উত্তরা, ঢাকা।
২৭.০১.২০২৫