গাঢ়
সাইফুল ইসলাম সাঈফ

আলগা না, হালকা না, গাঢ়
না জিজ্ঞাসা করেই কেড়েছো অন্তর!
তোমার প্রতি আমার খুব আগ্রহ
কতো সুন্দর চাঁদ, কাঙ্ক্ষিত প্রত্যহ।
আমার মতো এতো ভাবনা প্রকাশ
প্রর্থনা হোক তোমার হাস্যউজ্জ্বল বিকাশ।
ব্যবধান বিদ্যমান বিধায় তোমার অনাগ্রহ
কারো প্রত্যাশা না, একটুও অনুগ্রহ।
সবাই চায় স্বচ্ছলতা নিয়ে বাঁচতে
প্রায় প্রত্যেকে চায় মজতে পিরিতে।
প্রেম-ভালোবাসা না থাকলে চিত্তে
বিচ্ছিন্ন হয় সে থেকে বৃত্তে।
বিরত থেকেই হারিয়েছি সব আনন্দ
বিরত থেকেই লোকসান, দ্বিধা-দ্বন্ধ!
যদিও তা উত্তম, পুণ্যের কাজ
ঢিলাঢালা পোশাক উন্নত রূপের সাজ।
আমাকে সাড়া না দিলেও, জড়াও
নিয়মের মাঝে সুখ-শান্তি চাও।
মনে করেছি না চাইলেও পাবো
ঠিক-ঠাক কিছুই হয়নি, ভাবো।
শুরু হয়েছে কালো চুল সাদা
সকল কিছুতে লাগে কেবল ধাঁধাঁ!

উত্তরা, ঢাকা।
২২.০১.২০২৫