দুর্লভ
সাইফুল ইসলাম সাঈফ
সবকিছুতে হয়েছে আমার খুব দেরি
তুমি আমার কাছে সুন্দর পরী!
সহজে কিছুই মেলে নাই জীবনে
সহজ লভ্য শুধু কল্পনায়, স্বপনে।
বিরত থেকে থেকে তুমি দুর্লভ
তোমার মনে আমার প্রেমের উদ্ধব!
কী করলে তোমায় দেখা যাবে
কী করলে তোমায় ছোঁয়া যাবে?
আমার কাছে তুমি অনেক দামি
আমার মনে প্রথম উত্তাল উর্মি।
আমি তোমার সুখের কারণ হবো
আমি তোমার খুশির কারণ হবো।
ইঙ্গিত দাও, উদগ্রীব তোমার জন্য
সত্যি বলছি আমি নই বন্য!
সংযত থেকে থেকে ভীষণ ক্লান্ত
তুমি এলে হবো সফল শান্ত!
দশ বছর যদি কমানো যেতো
তবে ব্যবধান কমে উপযুক্ত হতো।
তোমার দেখা আগে তো পাইনি
তাই চিত্ত, চোখ শীতল হয়নি।
মনমরা হয়ে কেটে গেলো দিন
তুমি এলে ফিরে পাবো সুদিন।
আর থেকো না আড়ালে রানী
তুমি আমার কাঙ্ক্ষিত পছন্দসই রমনী।
তুমি আমার কাছে ফুল দুষ্প্রাপ্য
রক্ষিত চিত্ত তাই আমার প্রাপ্য।
রাজি হয়ে যাও, দাও প্রতিশ্রুতি
আমার কাছেই এখনো সজীব প্রীতি!
উত্তরা, ঢাকা।
০১.০৩.২০২৫