চৌকস
সাইফুল ইসলাম সাঈফ

পুরুষ হয়ে জন্ম তবে নই চৌকস
রমণী চিন্তা করেই হয়ে গেছি উদাস।
চলে গেছে দীর্ঘসময় লাভ কী হলো
একা থাকলে হারায় সে সুখের আলো।
পছন্দ করতে হয়, তাল মিলাতে হয়
সময়ের সাথে সাথে মনও বদল হয়।
এড়িয়ে চলে চলে এখন ভীষণ নিঃসঙ্গ
প্রতিদিন দেখি কত বিচিত্র রকমের অঙ্গ।
তুমি মনের মত, দিচ্ছো না পাত্তা
তুমি মানুষ অর্ধেক, তাই নাই পূর্ণতা।
না চাইলে কী আর করা যায়
অন্য দিকে খুঁজার জন্য আছি চিন্তায়।
হয় তো হলো না কেউ পছন্দসই
হয় তো হলো না কেউ মানানসই।
তবে তুমি ফেলে দিলে আমায় ভাবনায়
পরিপাটি করতে থাকি দেখে নিজেকে আয়নায়।
ইচ্ছে জাগে তোমায় দেই লাল গোলাপ
ইচ্ছে জাগে তোমার সাথে করি আলাপ!
ইচ্ছে জাগে একান্তে নির্জনে বলি কথা
ইচ্ছে তোমায় ছোঁয়া যাবে না বৃথা।
হাল ছেড়ে দিলাম, জ্বালাবো না আর
তোমার ডাকে ছুটে গিয়েছি জীবনেপ্রথমবার।
ওঁৎ পেতে থাকি নাই, থাকবো না
থাক না আমার হৃদয়ে জুড়ে যাতনা!

উত্তরা, ঢাকা।
০৬.০২.২০২৫