বাসি
সাইফুল ইসলাম সাঈফ
আগুনের উত্তাপে প্রায় পুড়ে অঙ্গ
পৃথিবী জুড়ে কত অনাবৃত রঙ্গ।
নাচ, গানে মানুষের এত আকর্ষণ
প্রায় চিত্তে হঠাৎ বিশ্রী কর্ষণ!
সকল জাতিতে আছে ভালো-মন্দ
নিজের মাঝে বিদ্যমান বহু দ্বন্ধ।
যত রূপ স্বীয় করেছি কামনা
বাস্তবে ঘটলে দুর্গন্ধ, তবু যাতনা!
জগতে চূড়ান্ত বর্তমান একটিই গ্রন্থ
একজনই করেছে কাজ সমাজে যথাযথ।
তোমার পরিকল্পনা না, কখনো নিখুঁত
এ ধরে ও ধরে খুঁত।
না ছঁয়ে, শুধু ভেবেই ক্ষতিগ্রস্ত
আনমনা হয়ে চলি, হারালম সমস্ত।
সান্ত্বনার বাণীর জন্য আছি বেঁচে
কতকিছু তৈরি হয় নিত্য ছাঁচে।
বাদশা হলে তুমি কি ভালোবাসতে
রাজপুত্র হলে তুমি কি ভালোবাসতে?
শক্তিশালী হলে কি নত হতে
পাখিরা সব উঠে ঠিক প্রাভাতে।
তুমি মানো, নাই মানা বিজয়ী
উত্তম চরিত্র হলে সে বিনয়ী।
আমার সমবয়সী স্বজন সব বিবাহিত
একলা পড়ে চলছে, আছি বিরত।
ক্রোধে আমিও হয়ে যাই নিয়ন্তণহীন
যা খারাপ, পাপ, হবো বিলীন।
খুবই চিন্তিত আমার আচার-আচরণে
মৃত্যুর পরে থাকবো কোন্ খানে।
কখনো সুখে খুশি, আনন্দে হাসি
তরতাজা সোনালি সময় আজ বাসি!
উত্তরা, ঢাকা।
১২.০১.২০২৫