বরশি
সাইফুল ইসলাম সাঈফ
টোপ গেঁথে মাছ ধরার জন্য
ঝিলে গিয়েছি বরশি নিয়ে সেজন্য।
সকাল সকাল বরশি পেতে বসে
দোলা লাগছিল খুব স্নিগ্ধ বাতাসে।
অপেক্ষায় আছি কখন ধরবে মাছ
কোনোভাবে বুঝি না, মাছের আঁচ।
প্রতীক্ষা করতে করতে ভীষণ ক্লান্ত
সূর্যের তাপে হবে জীবন অন্ত।
ছটফট করতে থাকি, খুব তৃষ্ণা
চলে এলো মনে খুব বিতৃষ্ণা।
উঠে দাঁড়ালাম হচ্ছে খুব যন্ত্রণা
একা ছিলাম, দেয়নি কেউ সান্ত্বনা।
পানির জন্য এত এত কাতর
বেড়ে গেলো বুকে প্রচণ্ড ধড়ফড়।
সহ্য করতে না পেরে গুটিয়ে
ছুটলাম বাড়ির উদ্দেশ্যে, পড়লাম লুটিয়ে
হঠাৎ সেখানে ছিলো রহমতের ছায়া
কী শীতল, যেমন মায়ের মায়া।
শান্ত হলাম ফিরলাম নিজ ঘরে
শূন্য হাত সবাই গেলো সরে।
উত্তরা, ঢাকা।
২১.১২.২০২৪