অতিশয় সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ

পূর্ণ চাঁদ জোছনা অতিশয় সুন্দর
মোহর কত, মুগ্ধ করা অন্তর!
নাড়া দিয়ে যায় তোমার রূপ
অপলক দেখি, ভাবি থাকি চুপ।
বিরহে কেটে গেলো সুখের সময়
তুমি কী দিবে অনুরাগের অভয়?
সত্য চমৎকার সবকিছুতে বিজয়ী করবো
একসঙ্গে পাখির মতো আকাশে উড়বো।
চিন্তামগ্ন হয়ে থাকি তোমার জন্য
তুমি চাইলে হবো পৃথিবীতে অনন্য।
ভালোবাসা জমে জমে হৃদয়ে টইটুম্বুর
দিন কেটে যায় আমার অনাড়ম্বর।
তোমার আগ্রহ খুশি করে তোলে
তোমার আগ্রহ হাওয়ায় আনন্দে দুলে।
যদি তুমি চাও, ইচ্ছে থাকে
ছুটতে পারি সুরম্য স্বপ্ন এঁকে।
সাদা সাদা ফুল করে আকুল
দেখাবে কী সুখের প্রেমের কূল।
তোমায় দেখে আমি হয়েছি বিমোহিত
তোমায় দেখে আমি হয়েছি উজ্জীবিত।
যদি সাড়া দাও, পাবো শান্তি
দূর হবে হতাশা ব্যর্থতার ক্লান্তি।
হবে কি একান্ত কাছের রঙিন?
ভুলে যাবো তাহলে দুখের দিন।

উত্তরা, ঢাকা।
২৯.১১.২০২৪