অন্ধকার
সাইফুল ইসলাম সাঈফ

আলোতে বসে আছি
যত দূর আলোকিত
তত দূর দেখি
তারপর অন্ধকার
ঘুটঘুটে অন্ধকার
কিছুই দেখা যায় না!
কারণ আলো সীমিত
খুব কম পৃথিবীতে দীপ্ত।
অন্ধকারে বসে আছি
আশেপাশে সবকিছু অন্ধকার
কোথাও কিছুই দেখা যায় না
কিন্তু বহু দূরে নক্ষত্র যায় দেখা
আলোকিত আকাশে যায় না দেখা
বাতিগুলো অন্ধকারে যায় দেখা।
পৃথিবী জুড়ে, মহাকাশ জুড়ে
শুধুই অন্ধকার আর অন্ধকার
সূর্যে আলো আর অন্ধাকার কালো
আকাশ নীল, নীল দেখতে ভালো।
আলো কম, আঁধার জীবন জুড়ে
সুখের রেশ কম,, দুখে হৃদয় পুড়ে।
উত্তরা, ঢাকা।
২৫.০১.২০২৫