আন্দোলিত
সাইফুল ইসলাম সাঈফ
তার সাড়া আমায় করে আন্দোলিত
তৎক্ষণাৎ হয়ে উঠি খুব আনন্দিত!
সে গুল, সে জান্নাত আলোকিত
তাকে দেখে হয়ে গেছি অভিভূত!
সে জাগায় আমায় স্নিগ্ধ প্রভাতে
সে প্রশান্তি করে প্রতি রাতে।
ভীষণ উদগ্রীব তাকে পাওয়ার জন্য
কারণ সে হচ্ছে সুন্দর অনন্য।
তার সাড়াতে দূর হয় বিষাদ
সে দেখতে জোছনা যুক্ত চাঁদ।
সে মৃদু, মনোরম ফুরফুরে বাতাস
স্পষ্ট চাই তার মনের আভাস।
নিরব ভাষা বুঝা খুব কঠিন
তার ছোঁয়া চাই সুখ নিত্যদিন।
আগুন জ্বলানো, জ্বলছে খুব চিত্ত
সঙ্গিনীর মধুর সঙ্গতে সুখ অনন্ত!
খোলো তোমার মনের বন্ধ জানালা
ভালো লাগে না একটুও অবহেলা।
তোমায় উপহার দেবো আমের মুকুল
তুমি হয়ে যাও, বাঁচার কূল।
উত্তর, ঢাকা।
০৩.০২.২০২৫