১৬ ই ফাল্গুন
সাইফুল ইসলাম সাঈফ
মা ঠিকঠাক বলতে পারে না
আমার জন্ম তারিখ কবে
তবে তার খেয়াল হয়
দিনটা ছিল ১৬ ই ফাল্গুন
বাবা মারা যায় ১৯৮৮ সালে
বেঁচে থাকা অবস্থায়
আমার দুই হাত ধরে
হাঁটা শেখাতেন আনন্দে!
এ কথা মার মুখে শোনা
ভাবলে হয়ে যাই আনমনা!
বসন্ত ঋতু, ফাল্গুন মাস
ফুলে ফুলে রঙিন সাজ!
উত্তরা, ঢাকা।
২৮.০২.২০২৫